বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গুলো উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দিতে চাইছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সেখানেই অংশ গ্রহণ করবে জেলা বিএনপির শীর্ষ নেতারা।
তাদের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচিতে তৃণমূলের কর্মীরা সক্রিয় হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ রোববার এমন কথা জানিয়েছেন।
কর্মসূচিগুলোর মধ্যে পাড়া মহল্লায় আলোচনা সভা, গরিব-দু:খীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।
এছাড়া দলীয় পতাকা অর্ধনমিতকরণসহ কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, জেলা থেকে আমরা একক ভাবে করছি না। ইউনিয়ন পর্যায়ে ও ওয়ার্ড পর্যায়ে তারা, তাদের মতো করে কার্যক্রম চালাবে। জেলার নেতাকর্মীরা সেই ইউনিট গুলোতে গিয়ে অংশগ্রহণ করবে। আমরা চাচ্ছি, শোকের এই দিনটিকে পাড়া মহল্লায় ছড়িয়ে দিতে। এতে দলের তৃণমূল নেতাকর্মীরা সক্রিয় হবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, আমাদের সমগ্র নারায়ণগঞ্জেই প্রোগ্রাম আছে। জেলা বিএনপির অধীনস্থ সবগুলো ইউনিটের প্রোগ্রাম আছে। আমার সবগুলো যায়গায় তো যাওয়া সম্ভব হবে না, তবে ২ থেকে ৩টা থানায় যাওয়ার পরিকল্পনা আছে।
জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির ব্যানারে আমরা সমগ্র শহরে পোস্টার ছিপিয়েছি, তা সব এলাকায় লাগানো হবে। যেহেতু জেলা বিএনপি, বিভিন্ন ইউনিট এর নেতৃবিন্দ দিয়ে তৈরি। তাই বিভিন্ন গ্রামে, এলাকায় ও ইউনিটে সবাই প্রোগ্রাম করবে। আমরাই সকল কর্মসূচিতে অংশগ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি।