ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ের ফুটপাথে অবৈধভাবে গড়ে উঠা কমপক্ষে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১২ টায় উচ্ছেদ অভিযান শিমরাইল মোড় রেন্টেকার স্টান্ড থেকে আহসান উল্লাহ সুপার মার্কেট পর্যন্ত পরিচালনা করা হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাথ,মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করেছিলো দখলকারীরা।
জানাগেছে, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট না থাকলে যানজট সৃষ্টি হবে না। সে লক্ষে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে পাশে ৪শ’ দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম, উপ-সহকারী প্রকৌশলী নুরে আলম, উপ-সহকারী পরিচালক প্রকৌশলী মনির হোসেন, থানা পুলিশের এসআই আজিজুর রহমান আনসার সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় সরকারি জমি দখল করে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, সন্ত্রাসী, চাঁদাবাজচক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে ভাড়া বাণিজ্য করে আসছিল।
এসব দোকানপাট থেকে দৈনিক ভাড়া ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত আদায় করা হতো। তাছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে অবৈধ দখলকারীরা।
এসআই আজিজুর রহমান বলেন, আমরা অবৈধ দোকানপাট মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মাকিং করা হয়েছে। যারা মহাসড়কে অবৈধ ভাবে দখল করে ব্যবসা করছেন তারা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে আহবান করা হয়েছে।
সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলম বলেন, মহাসড়কে কোন ধরণের অবৈধ দোকানপাট বসানো যাবে না।