বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বন্দর উপজেলা শাখার আওতাধীন ৫টি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জুলাই (রোববার) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ আলী আহাম্মদ কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান এম.জি. মাসুম রাসেল। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্বেচ্ছাসেবক দল মানে স্বপ্রনোদিত হয়ে স্বেচ্ছায় জনকল্যানে নিজেকে আত্বনিয়োগ করা। এখানে পদ পদবী পেয়ে জুট সন্ত্রাস,ড্রেজার সন্ত্রাস করার কথা যদি কেউ ভেবে থাকেন তাহলে দয়াকরে দল থেকে বেরিয়ে যাবেন।
তিনি আরো বলেন,বিএনপি একটি সুশৃঙ্খল দল। বিএনপিতে থাকতে হলে সাহসী হতে হবে। নীতি আদর্শ লালন করতে হবে বেগম জিয়ার মতো। যিনি শত নির্যাতনেও স্বৈরাচারের সাথে কোন আপোষ করেন নাই। বিএনপিকে কেউ কখনো দাবায়া রাখতে পারে নাই। নারায়ণগঞ্জে শামীম ওসমানের মত গুন্ডা বাহিনীর হুংকারেও বিএনপি বীরদর্পে মাঠে কাজ করে গেছে। স্বৈরাচারের হুংকারে বিএনপি কখনো রাজপথ ছাড়েনি। বিএনপি জনতার দল। ভয়কে জয় করে বিএনপি এগিয়ে গেছে। তাই বিএনপির সাথে থাকতে হলে আপনাদের অবশ্যই বিএনপি আদর্শিক রাজনীতি করে নেতৃত্বে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা। সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল প্রধান।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন মীর্জা জনি ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মো. লিমন, মো. শামীম এবং সদস্য মো. উজ্জল, ইসমাইল হোসেন, মো. মামুন, কামাল প্রমুখ।
সভা শেষে ৫টি ইউনিয়নের কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।