মোঃ স্বপন বেপারী : বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা আহলে বায়াতে সকল ভক্তবৃন্দের ব্যানারে উপজেলা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেলি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আহলে বায়াতে সদস্য মোঃ আতাউর মিয়া ভান্ডরী, নূরে ফারুক ইদ্রিস আলী শেখ চিশতী সাবরী ও মোঃ রতন নূরী নেতৃত্বে উপজেলা কনকসার বটতলা থেকে রেলি শুরু হয়ে ঘোড়দৌড় বাজার হয়ে প্রধান সড়কের দিয়ে মালিঅংক বাজার থানার সামনে থেকে আবার কনকসার গিয়ে শেষ হয়। পরে কনকসার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দোয়া মোনাজাত ও তোবারক বিতরণ মাধ্যমে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান সমাপ্তি করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন আজিজ মাওলানা হক,মোঃ খোকন মীর, মোঃ সেলিম বেপারী, মোঃ ইলিয়াস আহমেদ চিশতি নিজামী, বেলেয়াত চিশতি, আল ইসলাম তায়ানী ও মাহাবুব হোসেন রনি সহ উপজেলা আহলে বায়াতে সদস্য বৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।