মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর যুবলীগ সভাপতি গোলাম কাদির মেম্বারের আমলনামার কুকীর্তি ফাঁস মানবিক ইউএনও জাফর সাদিক চৌধুরী সম্পত্তির জন্য পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, ছেলে রুবেল গ্রেফতার “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান কুমিল্লায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে : নাহিদ ইসলাম লাঙ্গল মার্কা লোকেরা বিএনপির সদস্য হতে পারবেন না : এড.টিপু সোনারগাঁয়ে আ’লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত আমি মেইড ইন নারায়ণগঞ্জ : মাসুদুজ্জান মাসুদ বন্দরে আকিজ ফিড ফ্যাক্টরীর বায়ু দূষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

লাঙ্গল মার্কা লোকেরা বিএনপির সদস্য হতে পারবেন না : এড.টিপু

  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫, ২.৩৪ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.. আবু আল ইউসুফ খান টিপু সাফ জানিয়েছেন, বন্দরে যারা লাঙ্গল মার্কায় নির্বাচন করে বা জাতীয় পার্টির হয়ে কাজ করেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

তিনি বলেন, “এইসব লোক খুনি সেলিম ওসমানের দালালি করেছে। তারা মুখে মুখে বিএনপির কথা বলে, অথচ কাজ করে জাতীয় পার্টির জন্য। এদের কোনভাবেই বিএনপির সদস্যপদ দেওয়া যাবে না।”

শনিবার (২৮ জুন) বিকেলে বন্দর উপজেলার মদনপুরের দেওয়ানভাগ এলাকায় ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এড.টিপু বলেন, “বিএনপিতে এখন সুসময়ের কোকিলদের আনাগোনা শুরু হয়েছে। গত ১৬ বছরে যারা কোনো কর্মসূচিতে ছিল না, এখন তারা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে গাড়ির বহর নিয়ে। তারা টাকা দিয়ে নেতাকর্মীদের মন জয় করার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকুন।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের কষ্ট বোঝেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজপথে লড়াই করা ত্যাগী নেতাদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দিতে হবে। যদি সুসময়ের নেতাদের মনোনয়ন দেওয়া হয়, তবে তৃণমূলের নেতাকর্মীরা তা মেনে নেবে না।”

 

মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন শাহ্ মিঠুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনবিএনপিরপির সভাপতি মাসুদ রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সদস্য মোমেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ভূঁইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল মিয়া, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, যুবদল নেতা বাবুল মিয়া, ইমরান ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort