চলমান লকডাউনের প্রথম ৭দিনের মধ্যে ৬দিনে নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের ৩৯০টি মামলায় ৪ লাখ ২ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এরমধ্যে লকডাউনের প্রথম দিন ৪৩ মামলায় জরিমানা ৬৫ হাজার টাকা, দ্বিতীয় দিন শুক্রবার থাকায় কোন মামলা বা জরিমানা হয়নি। তৃতীয় দিন ৮২ মামলায় ৫৭ হাজার ২০০ টাকা জরিমানা, ৪র্থদিন ৭৮ মামলায় ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা, ৫ম দিন ৮১ মামলায় জরিমানা ৮৪ হাজার ২০০ টাকা, ৬ষ্ঠ দিনে ৯৩ মামলায় জরিমানা ৫০ হাজার ২০০ টাকা ও ৭ম দিনে (৭ জুলাই) ৭১ মামলায় ৮৭ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ তথ্য জানান।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ঘরে থাকতেই হবে, বেঁচে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হন। এই জন্যই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে জেলা প্রশাসনের তত্ববধানে।
প্রসঙ্গত: ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত নারায়ণগঞ্জসহ সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। কিন্তু তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনী কাজ করছে।