সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র পৃথক অভিযানে ১১৫ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি কভ্যার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গত শুক্র ও শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল বন্দর থানার মুরাদপুর এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ডিএমপি’র হাজারিবাগ থানার মধুবাজার এলাকার আবুল হাসেম মাসুমের ছেলে গাড়ী চালক ফারহান সুলতান (২৭), কুমিল্লা জেলার চৌদ্দরগ্রাম থানার একতা বাজার এলাকার মৃত তোফাজ্জল হোসেন তপু’র ছেলে তানভির হোসেন তানিম (২৩) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মালির অংক বাজার এলাকার মোঃ সুমনের ছেলে মো. রাতুল (২২)কে গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বিক্রয়ের নগদ ৫শ টাকা ও ৪ টি মোবাইল জব্দ করা হয়।
অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার রামু থানার বড়ুয়া পাড়া এলাকার সন্তোষ বড়য়ার ছেলে ইথুন বড়ুয়া @ ইথু (২০)কে গ্রেপ্তার করা হয়।
পরে একটি কাভার্ড ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করাসহ মাদক বিক্রয়ের নগদ ৫৫৬০ টাকা উদ্ধার করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।