বন্দরে চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা অবৈধ চাঁদাবাজ। বৃহস্পতিবার (২১ জুলাই) বন্দর উপজেলার একরামপুর এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বন্দর উপজেলার রসুলবাগ এলাকার মৃত নওয়াব মিয়ার ছেলে মো. সালাদ্দীন (৪৬), একই উপজেলার আক্তার হোসেনের ছেলে মো. মুক্তার হোসেন (৪০) এবং একরামপুর কদমরসুল কলেজ এলাকার মৃত মতি মিয়ার ছেলে মো. সোহেল রানা (৪৩)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকুপ্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা, বন্দর থানাধীন একরামপুর আকিজ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় তেলের লরি নিয়ে আসা ড্রাইভারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক লরিপ্রতি ১০ হাজার- থেকে ১৫ হাজার টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।