শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.১২ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) নির্বাচনে স্কুল ও কলেজ শাখা থেকে সংরক্ষিতসহ মোট ১০ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অংশ নেন। এরমধ্যে স্কুল শাখায় ৫ জন, কলেজ শাখায় ৩ জন ও সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্কুল শাখায় অভিভাবক সদস্য পদে ৬২১ ভোট পেয়ে হাজী কবির হোসেন ও ৬০১ ভোট পেয়ে মোহাম্মদ সালাউদ্দিন বিজয়ী হন। কলেজ শাখায় হাজী মুজিবুর রহমান ১৬২ ও মোঃ সিদ্দিক মাদবর ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। সংরক্ষিত নারী সদস্য পদে নুসরাত জাহান ৪৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী রেবেকা সুলতানা শিউলী ২৫৬ ভোট পান। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ্ব আবদুল মতিন প্রধান।

এবার নির্বাচনে মোট ভোটার ২০৩০জন ছিলেন । এর মধ্যে স্কুল শাখায় ৮৮০ জন পুরুষ ও ১১৫০ জন নারী ভোটার। কলেজ শাখায় ৪৭৪ জন পুরুষ ও ১৩৪ জন নারী ভোটার ছিলেন। নির্বাচনে প্রায় ৬০% ভোট পড়ে বলে জানিয়েছেন নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ নুর ইসলাম বলেন, শনিবার (২৮ মে) সকাল থেকে প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহনের কার্যক্রম চলে। সিদ্ধিরগঞ্জের এই প্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৬৯ সালে শ্রী ভুবন মোহন কর্মকার তার পিতা শ্রী রেবতী মোহনের নামে এ স্কুলটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort