আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারিতে রূপগঞ্জের এক গার্মেন্টস কর্মী যুবক খুন হয়েছে।
ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় মৃত্যু হয় ওই যুবকের।
নিহত যুবকের নাম সজল (১৭)। সে রুপগঞ্জ চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডের দিনমজুর বুলু মিয়ার ছেলে। সে সারুলিয়ায় অরপেট নামে একটা সোয়েটার কারখানায় কাজ করত।
নিহতের মামা আনোয়ার হোসেন জানান, রূপগঞ্জ চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডে ও ৮নং নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল। তখন সজল বাসা থেকে সারুলিয়া কারখানায় কাজে যাচ্ছিল। ৮ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছাতেই ৬নম্বর ওয়ার্ডের লোকজন সজলকে ইট দিয়ে মারধর করে। এবং বাম পাজরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়। বিকেলে অবস্থার খারাপ হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্তের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।