বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দরিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়গঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল মিয়া, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, রূপগঞ্জ থানা বিএনপি’র যুগ্ন সম্পাদক হাজী মিলন ভূঁইয়া, আব্দুল জলিল মিয়া, এমদাদ হোসেন, মতিন মিয়া, মোহাম্মদ রাশেদ প্রমুখ। সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি শফিউদ্দিন শফী।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার তাদের কৃতকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এদেশের মানুষকে সুরক্ষা দিব। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান সাহেবের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আগামী নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান সাহেব রূপগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত হবে জানিয়ে বক্তারা বলেন, কাজী মনিরুজ্জামান সাহেব একজন স্বচ্ছ ও আদর্শবান ব্যক্তি হিসেবে রূপগঞ্জের সুপরিচিত। তিনি নির্বাচিত হলে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হবে।