রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার আবাসিক গ্যাস লাইন কাটাকে কেন্দ্র্র করে গ্রামবাসীর উপর পুলিশের গুলি। এ ঘটনায় তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হযেছে ৩৫ গ্রামবাসী। রবিবার (৩ জুন) দুপুরে সাবেক কমিশনারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, তিতাস গ্যাস কোম্পানীর লোকজন বরপা এলাকার বিতরণ লাইন কাটতে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। পরে পুলিশ প্তি হয়ে দুই জনকে মারধর করে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে আবারো গ্যাস অফিসের লোকজনকে বাঁধা দেয়।
একপর্যায়ে পুলিশ গ্রামবাসীকে ল করে এলোপাথারীভাবে রাবার বুলেট ছোড়ে। এসময় আব্দুল্লাহ, নূর হোসেন ও সোয়েব ভুইয়া গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ গ্রামবাসী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফএম সায়েদুল জানান, এ ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।