রূপগঞ্জে এক স্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে।
পরিবারের সদস্যরা বলছে, ‘পাশের বাড়ি মেয়ের সঙ্গে কথাবার্তা বলতে দেখে স্কুলের শিক্ষকরা শাসন করেছে। ছাড়পত্র দিয়ে বের করার হুমকিও দেয়। এরপর বাড়িতে এসে আত্মহত্যা করে শিক্ষার্থী।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাবো ত্রিশকাহনিয়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র হাটাবো ত্রিশকাহনিয়া এলাকার আজাহার হোসেনের ছেলে হানিফ।
নিহতের চাচা আব্দুর রহিম জানান, তার ভাতিজা স্কুলে গিয়ে পাশের বাড়ি মেয়ের সঙ্গে কথাবার্তা বলতে দেখে স্কুলের শিক্ষকরা শাসন করেছে। ছাড়পত্র দিয়ে বের করার হুমকিও দেয় শিক্ষকরা। পরে হানিফ অভিমান করে বাড়িতে গিয়ে বিষপান করে। আহত অবস্থায় হানিফকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীরা অপরাধ করলে শিক্ষকরা শাসন করবেই। এটা যদি অপরাধ হয় তবে কোন জবাব নেই।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেব।