প্রকাশ্যে এলোপাথারি ভাবে কুপিয়ে রূপগঞ্জে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী খুনের সাথে জরিত সন্দেহে এক ব্যক্তির বাড়িতে অগ্নি সংযোগ ঘটিয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টায় কাঞ্চন ফায়ার স্টেশনের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিস্তারিত পরে বলতে পারবো।
নিহত যুবকের নাম রাকিব হাসান (২২)। সে গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে ও রাকি পাগলনীর নাতী হিসেবে পরিচিত। তিনি গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মী ছিলেন বলে জানা গেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীদের জানান, ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্রি এলাকায় ৮ থেকে ১০ জন মটরসাইকেল যোগে আসেন। সেখানে অবস্থা করা রাকিব হাসানকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে আহত করে। পরিবার ও স্থানীয় লোকজন রাকিব হাসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিকেএমসিতে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মঈন বলেন, রাকিব হাসান আমার সাথে ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করে আসছে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন লাইভ নারায়ণগঞ্জকে রাত সাড়ে ১১টায় জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুর জেরে এই হত্যাকান্ড। এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে। তাই পরিস্থিতি সামাল দিতে আমরা কাজ করছে, পাশাপাশি খুনের সাথে জড়িত একজনের নাম আমরা পেয়েছি, তাকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারের পর বিস্তারিত বলতে পারবো ।