কারখানা থেকে ছড়িয়ে পড়া গ্যাসে ৭ জন ব্যক্তি গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে।
সালফার অ্যাসিডে রোববার রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে অবস্থিত ওয়াটা কেমিক্যাল কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থ্য হওয়া ৭ জনকে উন্নত চিতিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, কারখানার গ্যাস নির্গমন করলে ৭ আগস্ট সকালে পথচারী ও স্থানীয় ৭ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যায় রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস বলেন, আজকে মাগরিবের সময় ৭ জন রোগী এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সালাম উদ্দিন ও আলী আকবর নামের দুই ব্যক্তি ১২ বছর পূর্বে কারখানাটি গড়ে তোলেন। কারখানার নির্গত গ্যাসের প্রভাবে মারা গেছে এলাকাটির অধিকাংশ বৃক্ষ। এছাড়া বুক জ্বালাপোড়া করে, মাথাব্যথা করে, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে মানুষ। নষ্ট হয়ে যাচ্ছে বাড়িঘরের টিন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম বলেন, ওয়াটা কেমিক্যাল কর্তৃপক্ষ কয়েক মাস আগে কারখানা ফায়ার সেফটি প্ল্যানের জন্য আবেদন করেছে।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, এ কারখানার ছাড়পত্র আছে। যখন ছাড়পত্র দেওয়া হয়েছে তখন আবাসিক এলাকা ছিলোনা। তবে গ্যাসের কারণে যদি লোকজন অসুস্থ হয় তাহলে দেখবো। সোমবার পরিদর্শনে যাবো।