নারায়ণগঞ্জের রপগঞ্জ থানা পরিদর্শন করেছেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস। মঙ্গলবার (৩১ মে) সকালে তিনি এ পরিদর্শন করেন। পরে থানার সকল কর্মকর্তা কর্মচারীকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন, কাজী মোঃ মোহসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান, মোঃ ইমরান মোল্লা, কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান খান, থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ও পরিদর্শক (অপারেশন্স) মোঃ হযরত আলী।
মতবিনিময় সভা শেষে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার বিভিন্ন রেজিস্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানায় পেন্ডিং সকল প্রসেস দ্রুত তামিল, বিভিন্ন মামলায় জব্দকৃত আলামতসমূহ যথাযথভাবে নিষ্পত্তি এবং থানায় আগত সকল ভূক্তভোগীদের যথাযথ সহায়তা প্রদানে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
এছাড়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক থানার সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। রেজিস্টার পরিদর্শন শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সর্বশেষ মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।