এক যুগের ক্যারিয়াকে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দেশীয় নাটকের অঘোষিত রানি মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে জাহির করেছেন ‘মেহু’।
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন চট্টগ্রামের এই কন্যা। যার শিরোনাম ‘সাবরিনা’। এটি নির্মাণ করেছেন মেহজাবীনের শহর চট্টগ্রামেরই ছেলে আশফাক নিপুণ।
সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। তাদের গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়েব সিরিজে। নারীকেন্দ্রিক গল্পের এই সিরিজের টিজার প্রকাশ করা হয়েছে আজ, বিশ্ব নারী দিবসকেই। টিজার প্রকাশনা অনুষ্ঠানে এই সিরিজ নিয়ে নানান কথা বলেন মেহজাবীন। জানিয়েছেন সমাজে নারীদের বর্তমান অবস্থান নিয়ে নিজের মতামতও।
মেহজাবীন বলেন, ‘আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে এই সিরিজ। এটি দর্শকদের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভূতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। এখানে এমন একটি গল্প বলা হয়েছে যা প্রকৃতপক্ষে আমাদের সমাজের সব নারীর গল্প।’
অভিনেত্রী বলেন, ‘এই ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। এখানে দর্শক আমাকে ডা. সাবরিনা হিসেবে দেখতে পাবেন। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। এত বড় ক্যানভাসে এর আগে কখনো ডা. চরিত্র করা হয়নি। আমি যখন ক্যারেক্টারটা পাই, আশফাক ভাই যখন গল্পটা শোনান, তখন আমার মনে হয়েছে এটা একটা চ্যালেঞ্জিং চরিত্র। আমি যদি ঠিকঠাক করতে পারি তাহলে সবাই অবশ্যই পছন্দ করবে। এই গল্পের মধ্যে কিছু মেসেজ আছে। যা খুবই শক্তিশালী এবং ২০২২ সালে এই ধরনের মেসেজে’সহ গল্প খুব কমই পাওয়া যায়। তাই আমি এই গল্পটাকে ভালোবেসেছি।’
নারী দিবস এবং সমাজে নারীদের বর্তমান অবস্থান নিয়েও মুখ খোলেন ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই নারী অভিনেত্রী। তার ভাষ্য, ‘একদিন না, প্রত্যেকটা দিনই নারী দিবস হওয়া উচিত। কারণ নারীদের সামাজের প্রতি যে অবদান তা অনেক বেশি। তা একদিনে পূর্ণাঙ্গ করা যায় না।’