মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

মিটিংয়ের দিন খেলা দিলে বাইত থাকতে দিমু না: এমপি বাবু

  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০.২০ এএম
  • ৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু তার সমাবেশের দিন এলাকায় কোনো খেলার প্রতিযোগিতা বা খেলাধুলা রাখতে নিষেধ করেছেন। এমনকি সমাবেশের দিন খেলতে যাওয়ার সাহস দেখাতেও নিষেধ করেছেন তিনি।

শুক্রবার বিকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুরের গহরদী প্রাইমারি স্কুলমাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন৷ সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি৷ তার বিপরীতে আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীসহ চারজন রয়েছেন৷

উঠান বৈঠকের সেই ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য স্কুলভবন দেখিয়ে বলেন, “এই স্কুলের জন্য তিনতলা ভবন নিয়ে আসছি। আমরা এটা ভেঙে সুন্দর করে নতুন ভবন করব। ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করবে। এটা হবে দেখার মত একটি জায়গা। সেই পরিকল্পনা করে আমরা এগিয়ে যাচ্ছি। দক্ষিণ পাড়া থেকে কুতুবপুরা বাজারের রাস্তা৷ আগামী কয়েক মাসের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আসতে পারবেন।”

তিনি বলেন, “এটা তো ছোটখাট একটা রাস্তা হইসে। এইটার বাবা হইব ওইটা। এরপরও যদি মোবারক স্যার, বাড়ির পোলাপান মিটিং (সমাবেশ) এর দিন খেলাধুলা দেয়, তাহলে কিন্তু বাইত (বাড়িতে) থাকতে দিমু না। মিটিংয়ের দিন মিটিং হবে, লেখাপড়ার সময় লেখাপড়া হবে, সমাবেশের দিন সমাবেশ হবে। আমার মিটিংয়ের দিন সবাই খেলতে যাবে এ রকম সাহস কেউ দেখাইতে যেন না যায়।”

নৌকার এই প্রার্থী আরও বলেন, “আমার মিটিংয়ে এই খেলামেলা দিয়ে চলবে না। জাতীয় খেলা দিয়েও বন্ধ রাখা যায় না। মানুষ আমাকে চিনে, আমাকে বুঝে। প্রত্যেক মানুষ জানে, খারাপ কাজ বাবুরে দিয়া হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব শিখাই দিয়া গেছেন, মানুষের অধিকার ফিরাই দেওয়ার জন্য।

“এই অধিকারের কারণেই কিন্তু জিয়াউর রহমান, খালেদা জিয়া সারাজীবন আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিলেন। আজকে তারা ভোট পারে না বলে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

নজরুল ইসলাম বাবু নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, “সবাই কেন্দ্রে যাবেন, গিয়ে ভোট দেবেন৷ একটা ফলস কিংবা মিথ্যা ভোট আমি চাই না৷ আমাকে যার ভালো লাগে না, তারা ভোট দেবেন না৷ কিন্তু কেন্দ্রে অবশ্যই যাবেন, তারপর যাকে খুশি তাকে ভোট দেবেন, আমার আপত্তি নাই৷’

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব নিরসন করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম৷

এ ব্যাপারে জানতে শুক্রবার রাতে নজরুল ইসলাম বাবুকে মোবাইলে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

অনুষ্ঠানে আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলীও উপস্থিত ছিলেন৷

শনিবার বিকালে ফোন দিলে সেটি রিসিভ করে একজন জানান, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রচারের কাজে রয়েছেন। তিনি কথা বলতে পারবেন না।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার নজরুল ইসলাম বাবু যেখানে বৈঠক করতে যান সেখানে একটি টুর্নামেন্ট চলছিল। এ কারণে খেলা দেখতে অনেকে চলে যান। ফলে বৈঠকে আশানুরূপ লোকজন সমাগম হয়নি।

তারা বলেন, হয়তো এতে এ আসনের তিনবারের সংসদ সদস্য বাবু কষ্ট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort