ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (১৩ এপ্রিল) দাউদকান্দি টোলপ্লাজার সামনে ঢাকা মুখী ৪ নং কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ম’ ৯৪ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, মো. শামিম মিয়া (৩২), মো. সাইদুল ইসলাম (২৭) ও জীবন রহমান (৩৬)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দাউদকান্দি টোলপ্লাজার সামনে ঢাকা মুখী ৪ নং কাউন্টারের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে, কুমিল্লা হতে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।