জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা রহিম হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ। এতে আহত হয়েছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।
বুধবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বাধা দেয় পুলিশ। পরে প্রায় ঘন্টা খানেক অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় লাঠিপেটা করে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়।
এর আগে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা রহিম হত্যার প্রতিবাদে আমরা সমাবেশ করতে এসেছিলাম। জনগণের পক্ষে এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে, আজকে এখানে মহানগর বিএনপি ও ভিবিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এসেছে প্রতিবাদ করতে । কিন্তু প্রশাসন আমাদের এই সমাবেশ করার অনুমতি দেয়নি, এবং আমাদের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করেছ। তাই সমাবেশ না করতে পারায়, আমরা এখানে প্রায় ঘন্টা খানেক অবস্থান করেছি। সমাবেশ করতে না দেয়ায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, আসলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের বাসিন্দা, এ কথাটা ভাবতেই আজকে নিজেদের কাছে খুব লজ্জা লাগে। যে সময় আমাদের সামনে দিয়ে সরকারি দলের একটি মিছিল উনারা করতে পারে, সে সময় বিরোধী দলের নেতারা রাস্তার পাশে দাঁড়ালেও আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাড়িয়ে দেয়। আসলে আমরা এজন্য অত্যন্ত হতবাক। ইতিপূর্বে আমরা মনে করেছিলাম প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সেই আসাই আমরা ব্যাক্ত করেছিলাম। আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা একটা কথাই বলতে চাই, যে আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের দেশের মানুষের অধিকারের জন্য কাজ করছি। এই সরকার গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে, এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলাম।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর স্বেচ্ছাসেবক দলেরভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সহসভাপতি পারভেজ মল্লিক, মহানগর মৎসজীবী দলের সভাপতি অ্যাডভোকেড আনোয়ার প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।