রূপগঞ্জের আশরাফ স্টান্ডার্ট নামের মশারি তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।
উপজেলার সাওঘাট এলাকায় মঙ্গলবার (৩১ মে) দুপুরে এ আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, দুপুরে কারখানার ভেতরে হঠাৎ আগুন দেখে শ্রমিকরা চিৎকার করতে থাকে। তখন আশাপাশে লোকজন ছুটে গিয়ে ভেতরে থাকা শ্রমিকদের বাইরে বের করে নিয়ে আসেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঞ্চন, সোনারগাঁ ও আড়াইহাজারের তিনটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কারখানার ভেতরে থাকা সুতা, কাপর ও মেশিনারাজসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।