ভোলা জেলার এক গার্মেন্টসকর্মী গণধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ আমজাদ হোসেনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (২০ জুন) ভিকটিমের মোবাইল ফোন ও ছিনতাইকৃত টাকাসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১ মে ভিকটিম তার নিজ বিবাহ এবং ঈদ উপলক্ষে ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে লঞ্চযোগে ইলিশা ঘাটে পৌছায়। ইলিশা ঘাটে অপেক্ষারত তার হবু স্বামী এবং ভিকটিম নিজে অটোরিক্সা করে নিজ বাড়ীর উদ্দ্যেশে রওনা করেন। কিছুদূর যাওয়ার পর গ্রেফতারকৃত আসামী মোঃ আমজাদ হোসেনসহ আরো দুইজন আসামী তাদের অটোরিক্সাটির গতিরোধ করে। একপর্যায়ে তাদের দু’জনকে নামিয়ে একটি নির্মানাধীন ভবনে নিয়ে ভিকটিমের হবু স্বামীকে মারধর করে একটি রুমে বেঁধে রাখে এবং ভিকটিমকে অন্য রুমে নিয়ে গিয়ে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তিনজন মিলে ধর্ষণ করে। এ সময় ধর্ষকেরা ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গণধষর্ণের বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ভোলা সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।