গত ১৭ মে শনিবার সকাল ১১ টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠ প্রাঙ্গন হইতে ১৯ নং ওয়ার্ডে এলসি রোড, পি, এম রোড, এম এন ঘোষাল রোডসহ বিভিন্ন এলাকায় ব্র্যাক এর উদ্যোগে ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫ উদ্দেশ্যে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ নিজ নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন এই স্লোগান নিয়ে ক্লিনিং ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল দাস, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সচিব নাজিবুল হক ইমন, ব্র্যাক টিভি ম্যানেজার মনির হোসেন, ব্র্যাক কমিউনিটি মুভি লেজার সুপারভাইজার মাহমুদুল হাসান, সিএম মেহেদী, নাবিলা, সমাজ কর্মী ও সাংবাদিক শান্তা আরো উপস্থিত ছিলেন শাকিনুল আদিব, হাফিজ উদ্দিন, মোঃ খলিলুল ইসলাম, মোঃ নাহিদুজ্জামান নাফি, তুহিন খান, নুরুল ইসলাম, আশিক, আরফান, রিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।