২৪ জুন শুক্রবার বাদ আছর বন্দর উপজেলার বুরুন্দী দক্ষিণ পাড়া জামে মসজিদে কলাগাছিয়া ইউনিয়ন ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সহ-সভাপতি হাজী নূর উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, যুব বিষয়ক সম্পাদক আবুল কাশেম, শিশু বিষয়ক সম্পাদক মেজবাউদ্দিন স্বপন, মহানগর বিএনপির সদস্য আল মামুন। কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব এডঃ মতিউর রহমান মতিন, সাধারন সম্পাদক ফরিদ হোসেন, বন্দর উপজেলা যুবদল নেতা রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি সাহাদুল্লাহ মুকুল।
৭নং ওয়ার্ড বিএনপির নেতা স্বপন’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা বাবুল মিয়া ,কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার ও বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুল কাদের , মহসিন প্রধান, নাসির ভূইয়া, মো. বাদল, হাসান, শামসুদ্দীন মিয়া, আলমগীর হোসেন প্রমুখ।
কলাগাছিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড’র বিএনপির নেতা সাফিক আহমেদ সভাপতিত্বে একই স্থানে আরো একটি দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনজুরুল আলম, শামিম, মাহবুব সানু, আলআমিন, জুয়েল, নূর ইসলাম, মোরশেদ, রাজ্জাক মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতী মাহবুব রহমান, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ।