সিদ্বিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় অগ্নিসংযোগ করে তান্ডব চালানোর ঘটনায় পুলিশের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নব-গঠিত থানা বিএনপির ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসাসছ জগলুল হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ডি. এইচ. বাবুল, সদস্য মো. মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান ( ৬১) ও মো. আবুল কাশেম মেম্বার (৭০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্রগাম মহাসড়কে মৌচাক সংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়কে মশাল মিছিল করে তান্ডব চালান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অগ্নিসংযোগ করে। এবং ৩-৪ টি গাড়ি ভাঙচুর করে ব্যপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক দেবাশীষ বাদী হয়ে মামলাটি করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, জামিন নিতে গেলে তাদেরকে আদালত কারাগারে পাঠান।
আসামীপক্ষের আইনজীবী এড. হাবিবুর রহমান মাসুম বলেন, জামিনের আবেদন করেছিলাম না মঞ্জুর করেছেন আদালত। তবে আমরা ন্যায় বিচারের জন্য দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে জামিন আবেদন করবো।