প্রেস বিজ্ঞপ্তি- রাজধানী ঢাকার বাংলামটর প্ল্যানেস টাওয়ারে বাংলাদেশ রাইটার্স ক্লাব কার্যালয়ে শনিবারের সাহিত্য আড্ডায় পবিত্র ঈদুল মিনাদুল নবী ও পাচঁ কবির জন্ম উৎসব উৎযাপন করা হয়। সে সময় প্রয়াত কবি বাংলাদেশ রাইটার্স ক্লাব এর প্রতিষ্ঠাকালীন সভাপতি রাহাত খানকে স্মরণ করা হয়।
৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে কবি সেলিমুজ্জামান -এর সভাপতিত্বে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর নিয়মিত সাহিত্যআড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। এসময় উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, বিশিষ্ট আলোচক হরশিত বালা, প্রাবন্ধিক ড.তপন বাগচী প্রমুখ। কবি জাহাঙ্গীর হোসাইনের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন কবি রুহুল মাহবুব, কবি কাজী আনারকলি, কবি কাজী আনিসুল হক, কবি দেলোয়ার হোসেন রাতুল,
কবি শরিফ খান দীপ, কবি এজাজ সানোয়ার,
কবি ইসমত আরা, কবি শামীমা শামরোজ, কবি শহিদুল জয়, দেশ বরণ্যে বিশিষ্ট আবৃত্তিকার মাহমুদুল হাসান, মনিরুজ্জামান পলাশ এবং নবীন আবৃত্তিকার এহসানুল হক।
আড্ডার শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিত কবি কাজী আনিসুল হক, কবি কাজী আনারকলি, কবি শহিদুল জয়কে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর পক্ষে জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রয়াত লেখকদের রুহের মাগফেরাত কামনা ও জন্মদিনের কবিদের দীর্ঘায়ু কামনা করা হয়।