নুর এ আজাদ: ২৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান’র আয়োজনে বন্দর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়।
বন্দর উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডা. মেহবুবা সাঈদ’র সভাপতিত্বে ও এমটিইপিআই ডা. মাববুব আলম’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের কার্য্যক্রম গুলো আমার ভালো লাগে, করোনা কালিন আপনাদের কর্ম এবং দক্ষতার যে স্বাক্ষর রেখেছেন বন্দর উপজেলায় তা প্রশংসার দাবি রাখে, আমি চাই আপনারা তা অব্যহত রাখবেন। সেবা নিতে এসে মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সে দিকটা খেয়াল রাখবেন। আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং জনসাধারণের পাশে থাকবেন বলে আশারাখি।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে পুষ্টি জাতীয় খাবার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুজাফর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ, আরএমও ডা. আলাউল কবির দিপু, এমও ডা. মুস্তাফিজুর রহমান, এমওডিসি ডা. এমএম ফারুক হোসেন, জুনিয়র কন্সালটেন্ট (শিশু) ডা. রাসেদুল হাসান, ডা. ফারহানা তান্নিম প্রমুখ।