র্যাব-১১ সিপিসি নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ঢাকাগামী একটি পিকআপ গাড়ীতে তল্লাশী চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ওই সময় র্যাব উপস্থিতি টের পেয়ে ফয়সাল নামে আরো এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো ফেনী জেলার সদর থানার মৌটবী এলাকার কবির আহাম্মেদ মিয়ার ছেলে জহির (৩২) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার মাদবপুর এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে আব্দুল আহমেদ আকাশ (৩৭)।
গত শনিবার ( ২জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পিকআপ গাড়ী তল্লাশী করে বিপুল পরিমান গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
বিপুল পরিমান গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১১ সিপিসি নারায়ণগঞ্জ ক্যাম্পের ডিএডি/ সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৮(৭)২২।
এদিকে মাদক মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম পাটুয়ারী গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেন।