বন্দর থানা পুলিশ দিন দুপুরে বাসা বাড়ির ফলসাদে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামী আব্দুল্লাহ আল মারুফ ওরফে মামুন (৩১)কে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর থানার কুশিয়ারা দক্ষিনপাড়া এলাকার জনৈক কালাম মিয়ার ভাড়াটিয়া ঘরে বিশেষ অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধারসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মারুফ ওরফে মামুন বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার কামাল মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত ইসাহাক মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর থানার এসআই আবুল খায়ের ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় বন্দর কুশিয়ারাস্থ জনৈক কামাল মিয়ার বাড়ি সামনে অভিযান চালিয়ে একটি নেভী রং এর স্কুল ব্যাগে রক্ষিত ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আব্দুল্লাহ আল মারুফ ওরফে মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও ওই সময় আরো দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিযে যায়।
পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মামুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারউক্তি মোতাবেক কালাম মিয়ার ভাড়াটিয়া ঘরের ফলসাদে তল্লাশী চালিয়ে ২ প্লাস্টিক ব্যাগে রক্ষিত ৩০ কেজী গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।