গোপন সংবাদের মাধ্যমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ যুবককে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (২৯ মে) বন্দরে মদনপুর বাসষ্ট্যান্ড চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিমপার্শ্বে ‘দি বারাকাহ হাসপাতাল’র সামনে মূল সড়কের উপর একটি টয়োটা কার থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৪ বোতল বিদেশী মদ ও ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি টয়োটা কার উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, বরগুনা সদর উপজেলার চান্দুখালী পায়রা বন্দর (বটতলা) এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ইব্রাহীম খলিলুল্লাহ (২৮) ও পটুয়াখালীর বাউফল আদাবাড়ীয়া ইউনিয়নের লক্ষীপাশা এলাকার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল (২২)।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বন্দর মদনপুর বাসষ্ট্যান্ড চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিমপার্শ্বে ‘দি বারাকাহ হাসপাতাল’র সামনে মূল সড়কের উপর একটি টয়োটা কার এ দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে ২জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।