বন্দর প্রেসক্লাবের সহসভাপতি ও মানবজমিনের বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লাকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ জুলাই) রাতে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন রাতেই আহত নুরুজ্জামানের স্ত্রী আইরিন সুলতানা রুমা বাদী হয়ে শাহজাহান মোল্লাসহ ১৯ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার জাকির হোসেন মোল্লা ওরফে জাক্কা মিয়ার ছেলে বাবু মোল্লা ওরফে রাজিব (২৬) ও একই এলাকার শাহজাহান মোল্লা মিয়ার ছেলে শান্ত (৩০) । তার দুইজন এই মামলার এজাহারভুক্ত আসামী বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, রোববার (১৭ জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় শেখ জামাল স্কুলের এসএসসি পরিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালায় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল বাহিনী লোকজন।
এলাকাবাসীর মাধ্যমে স্কুল ছাত্রী অপহরণের চেষ্টার ঘটনার সংবাদ পেয়ে দৈনিক মানব জমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূরজ্জামান মোল্লা সংবাদ সংগ্রহ করার জন্য মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল বাহিনী প্রধান শাহজাহান মোল্লা ওরফে সাজা, জাকির হোসেন মোল্লা ওরফে জাক্কার, হৃদয়, লতিফ, বাবু মোল্লা, জিহাদ, সিফাত, ইমরান, বকুল, মাঈনউদ্দিন, ইন্দর আলী, সোহাগ, শান্ত, শাকিল, রাসেল, শুভ, শরীফ ও আক্তারসহ অজ্ঞাত নামা ৩০/৪০ জন সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক নূরজ্জামানের উপর অর্তকিত হামলা চালায়। এবং হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে মারত্মক ভাবে জখম করে পালিয়ে যায়।