যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে বন্দর উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা পুলিশ, বন্দর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।
বেলা ১১টায় অডিটরিয়ামে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ. রশীদ।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত-এ-খুদা সভাপতিত্বে আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভ’মি) কর্মকর্তা ফাতেমাতু জোহরা, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, ও বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসাদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্রমুখ। আলোচনা ও দোয়া শেষে উপজেলা প্রশাসন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেকে কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী পালন করেন।