শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বন্দরে বিআইডব্লিউটিসি’র ডকইয়ার্ডে সংঘর্ষ

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০.৪৩ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডবিøউটিসি) ১নং ডকইয়ার্ডে শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। সোমবার (১১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: সোনাচরা ডকইয়ার্ডের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল হাসান সবুজ, ডকইয়ার্ডের গ্রীজার জামাল, শ্রমিক আল আমিন।
থানা ও ডকইয়ার্ড শ্রমিক সূত্রে জানা যায়, স¤প্রতি বন্দরে বিআইডবিøউটিসির ওয়াকার্স ইউনিয়নের কমিটি গঠন হয়। সংগঠনের সভাপতি মহসিন ভূইয়ার সাথে অভ্যন্তরীণ শ্রমিক নেতা ও মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সামসুল আলম নয়নসহ বেশ কয়েকজনের সঙ্গে সদ্য গঠিত কমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর কারণ কিছুদিন পূর্বে বিআইডবিøউটিসির ওয়ার্কার্স ইউনিয়নের প থেকে বন্দরের ৩ টি ডকইয়ার্ডে তাদের আঞ্চলিক কমিটি গঠন করা হয়। এ নিয়ে সোনাচরা এলাকায় ১নং ডকইয়ার্ডে সোমবার এক মতবিনিময়ের জন্য সময় নির্ধারণ করা হয়। তবে শ্রমিক নেতা সামসুল আলম নয়ন, বাবুল, আউয়াল, চুন্নু নামে কয়েকজন মহসন ভুইয়াকে উপস্থিত না থাকার জন্য অনুরোধ করেন এবং কমিটি গঠন সম্পর্কে আলোচনায় বসতে বলেন। কিন্তু মহসিন ভূইয়া শ্রমিক নেতা সামসুল আলম নয়নের কথা না শুনে সদ্য গঠিত কমিটির আনুষ্ঠানিকভাকে পরিচিতি সভা করতে সোনাচরা ডকইয়ার্ডে এলে সেখানকার শ্রমিকরা প্তি হয়ে যায়। এ সময় শ্রমিকরা ওই কমিটিকে একটি মনগড়া ও পকেট কমিটি আখ্যা দিয়ে বিােভ করতে থাকে। এ সময় উভয় প মুখোমুখি হলে আবুল হাসান সবুজ, ডকইয়ার্ডের গ্রীজার জামাল, শ্রমিক আল আমিন শ্রমিকদের হাতে মারধর শিকার হন। এতে আবুল হাসানের মাথায় মারাত্মক জখম ঘটে এবং মাথায় ৪ টি সেলাই পড়ে। এছাড়াও তার হাতে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে দ্রæত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সদ্য গঠিত সংগঠনের নবনির্বাচিত সভাপতি মহসীন ভূইয়া জানান, আমাদের কমিটি সম্পূর্ণ বৈধ হওয়ার পরেও উল্লেখিত ক্যাডাররা আমাদের নানাভাবে হেনস্তা করে আসছে। এবং আমাদের সাংগঠনিক কাজে বাঁধা দিয়ে ডকইয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। তারা বহিরাগতদের নিয়ে ডকইয়ার্ডে নানা অপকর্ম করে আসছে। শ্রমিক নেতা সামসুল আলম নয়নের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীদের কাছ থেকে পরিত্রান পেতে আমরা প্রশাসনের হস্তপে কামনা করছি।
এদিকে সামসুল আলম নয়ন জানায়, তাদের কমিটি একটি ভূইফোড় কমিটি এমনকি তারা শ্রমিক লীগের নাম ব্যবহার করে বিএনপি-জামাতের লোকজনদের দলে ভেড়াচ্ছে। তাই শ্রমিকরা তাদের বয়কট করেছে। আমি আগেই জানিয়েছি আপনারা আসলে শ্রমিকরা বিশৃঙ্খলা করতে পারে। আগে আলোচনায় বসেন কিন্তু তারা কোন কথাই শোনেননি। তবুও তারা বিশৃঙ্খলার উদ্দেশ্যে এখানে শ্রমিকদেও িেপয়ে দেয়ার পর এমন ঘটনার সৃষ্টি হয়েছে। এজন্য তারাই সম্পূর্ণভাবে দায়ী।
১নং ডকইয়ার্ডের অতিরিক্ত প্রকৌশলী জানান, আসলে এখানে শ্রমিক ও বহিরাগতরা মিলিমিশে একটা বিশৃঙ্খলা করেছে। এ বিষয়ে আমরা জেনেছি। কিন্তু ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অবশ্যই উভয়পকে নিয়ে আমরা বসবো এবং চলমান সংকট নিরসনে চেষ্টা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort