বন্দরে পায়রা সুমনের চায়ের দোকানে চুরির ঘটনায় চোরাইকৃত মালামালসহ দুই ব্যাক্তিকে ধরে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ধৃতরা হলো ঘারমোড়া কোনাপাড়া এলাকার মৃত আব্দুল ওহিদ মিয়ার ছেলে আমির হামজা (৬০) ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে ফয়সাল (২২)। বুধবার (১০ আগষ্ট) দুপুরে আটককৃতদের চুরির মামলায়আদালতে প্রেরণ করে পুলিশ।
এরআগে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া কোনাপাড়া এলাকা থেকে ওই দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে দাকান মালিক সুমন মিয়া বাদী হয়ে আটককৃত দুই ব্যাক্তিকে আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনয়নের চর-ঘারমোড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে পায়রা সুমন ঘারমোড়া এলাকায় একটি চায়ের দোকান দিয়ে কোন মতে সংসার চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় চা দোকানী সুমন মিয়া গত ৮ আগষ্ট সোমবার রাত ১২ টার সময় চায়ের দোকান বন্ধ করে বাড়িতে যায়। ওই সুযোগে ফয়সাল কৌশলে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সিগারেট, ১৬ পেকেট গুড়া দুধ, ৩ পেকেট চাপাতা, ১টি বাটন মোবাইল সেট, ১টি পানির মটরসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়।
পরে চোরাইকৃত মালামাল একই এলাকার আমির হামজার কাছে বিক্রি করার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে পরলে স্থানীয় জনতা চোরাইকৃত মালামালসহ তাদের দুই জনকে ধরে পুলিশে সোর্পদ করে।