ফতুল্লার কাশিপুরে যুবলীগের কার্যালয়ে হামলা চালিয়ে সেখানে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রোববার (২০ মার্চ) রাত এগারোটায় ফতুল্লা থানার কাশিপুরস্থ ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংলগ্ন আলহাজ্ব শাহিনুর আলম সাহেবের বাড়ীতে অবস্থিত কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়।
এ ঘটনায় জহিরুল ইসলাম দেওয়ান (৪৫) নামক স্থানীয় এক এক যুবলীগ নেতা বাদী হয়ে যুবদলের রাজনীতির সাথের জড়িত মুসলিম (৩৮), মোঃ সোহেল (৩৫),জাহিদ হাসান (৪৫), মোঃ রনি (৩৫),মোঃ মিঠুন (৩৫),মোঃ হিমেল (২৮),পাভেল (২৮),রুবেল (২৬),, হোসেন (৪০), আরিফ (২৮), অনিক (২৪) সহ অজ্ঞাতনামা ৬০/৭০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ফতুল্লা থানার উত্তর কাশিপুর ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক সংলগ্ন আলহাজ্ব শাহিনুর আলমের বাড়ীর নীচনতলায় অবস্থিত কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়। কার্যালয়টিতে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম চলে আসছিল।
রোববার (২০ মার্চ) রাত ৮ টার দিকে ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয় বন্ধ করে নেতা-কর্মীরা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদলর বাসায় যায়। সেখান থেকে দলীয় সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা শেষে রাত্র অনুমান ১০ টার সকলেই নিজ নিজ বাসায় চলে যায়। দিবাগত রাত সোয়া বারোটার দিকে অভিযুক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৬০/৭০ জন রাম দা, ছুরি, চাকু, লোহার রড, কাঠের ডাসা, হকিষ্টিক, ইট পাটকেল ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের সামনে আসিয়া যুবলীগ নেতাকর্মীদের নাম ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজসহ ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলা চালাইয়া কার্যালয়ের বাইরে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন, সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ্ বাদল ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীট ছবি সম্বলিত ফেস্টুন কোপাইয়া ও ভাংচুর করে এবং উক্ত কার্যালয় সংলগ্ন দোকানপাটের সাটারে ইট পাটকেল নিক্ষেপ করিয়া এলাকায় আতংক ছড়ায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন কর হবে।অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।