বন্দর প্রতিনিধি: ১২ মে সোমবার সকাল ১১ টায় বন্দর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের অধীন বন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস সমাবেশের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তার’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আরিফুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মোঃ তাজুল ইসলাম।
বক্তব্য রাখেন, বন্দর উপজেলা সমবায় অফিসার আলাউদ্দিন মিয়া, পিচকামতাল পার্টনার ফিল্ড স্কুলের আলী নূর, ত্রিবেনী পার্টনার ফিল্ড স্কুলের মোসাম্মৎ জাকিয়া প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি অফিসার, উপজেলা তথ্য আপা, ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক, পিএফএস এর কৃষক-কৃষাণী, নন পিএফএস কৃষক-কৃষাণী সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।