নারায়ণগঞ্জে পুলিশী বাধায় পণ্ড হয়েছে বিএনপির কালো পতাকা মিছিল। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তখন মিছিল করতে বাধা দিয়ে স্থানত্যাগের নির্দেশ দেন। যদিও বিএনপি নেতারা দুই মিনিট চান মিছিল করার জন্য, পুলিশ তাতেও বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেন। পরে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এই বিষয়ে পরে সাংবাদিকদের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আবারও একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে আওয়াশী লীগ। তারা অবৈধভাবে ক্ষমতায় থেকে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। এইদেশের মানুষ এই অবৈধ সরকারকে কোনভাবেই চায় না। মানুষের এই গণদাবির প্রেক্ষিতে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশের মাধ্যমে বাধাগ্রস্ত করছে অবৈধ আওয়ামী লীগ সরকার। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
কালো পতাকা মিছিল আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকেই বিএনপির কর্মসূচিকে ঘিরে সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেনের নেতৃত্বে বিপুল পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা কর্মসূচির স্থান ঘিরে রাখেন।