খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রেক্ষিতে প্রদিবাদ সমাবেশ পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এছাড়া প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুবেলা ঠিকমতো খাওয়ার পরিস্থিতি নেই। একইসাথে সরকারি বাহিনীর মাধ্যমে লুটপাট, সন্ত্রাস চলছে। ক্ষমতায় থাকার জন্য জনগণের উপর নির্যাতন চালাচ্ছে শেখ হাসিনা সরকার। হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে রাস্তায় নেমেছে জনগণ। জনগণ এখন বিএনপির উপর পরিপূর্ণভাবে নির্ভর করতে চাচ্ছে না। দেশের মানুষ এই দেশ গঠনে প্রধান ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, রাজনীতি করলে মামলা হবেই তবে কোন কারণ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই হাসিনা সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা দিয়েছে। তাদের মুক্তি হবে রাজনৈতিক প্রক্রিয়ায়। জনগণ আর বলবে না আমার নেত্রীকে মুক্তি দাও। তারা বলবে এক দফা এক দাবী হাসিনা তুই কবে যাবি। আমরা উঠিয়ে দিলেও জনগণ রাজপথে থাকবেই। আমাদের সংগ্রামের ফসল নিয়েই আমরা সামনে এগুতে থাকব। আমরা বিজয়ের কাছাকাছি আছি।
এ সময় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সহসভাপতি আতাউর রহমান মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন, সদস্যসচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, যুগ্ম আহ্বায়ক শাহেদ হোসেন প্রমুখ।