রুদ্রবার্তা২৪.নেট: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় নাসিক ২নং ওর্য়াডে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (৭আগস্ট) নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের কর্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে ওর্য়াড বাসিন্দাদের মধ্যে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়।
করোনার টিকা নেয়ার জন্য নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর কার্যালয় কেন্দ্রের সামনে টিকা নিতে আসা লোকজনের দীর্ঘ লাইন দেখা গেছে। বাড়ির কাছে টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী।
শনিবার ২নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ৩টি বুথে ৬‘শ জনের মধ্য টিকা প্রদান করা হয়।
সকাল ৯টা থেকে ওর্য়াড বাসিন্দাদের মধ্যে করোনার ভ্যাকসিন প্রদান করার সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, কৃষকলীগ নেতা নুরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ, সদর নারায়ণগঞ্জের পরিবার পরিকল্পনা পরিদর্শক নজরুল ইসলাম, আমিন উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোক্তার হোসেন, ২নং ওর্য়াডের টিকা কেন্দ্রের সুপারভাইজার মাস্টার মহিউদ্দিন, সোলেইমান পলাশ, জসিম উদ্দিন ও তুহিন প্রমূখ।