নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোয়নপত্র ও দাখিল করেন তারা।
এই দিন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন। কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসেন।
কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম হক রাজু, আবু বক্কর সিদ্দিক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, প্রার্থী এস এম আসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলুল হক জুয়েল, মিজানুর রহমান খান রিপন, তানজিম কবির সজিব, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেবুব হোসেন ফারুকী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রিয়েল হাসান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, প্রার্থী মো. নাঈম হাসান মিশেল, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিরুজ্জামান মনির, মাসুম আহমেদ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, প্রার্থী খোকন সাহা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফয়সাল সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খান মাসুদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. খোকন ভান্ডারী, মো. উজ্জল হোসেন, সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম আরা লাভলী, আসুরা বেগম, সংরক্ষিত ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌস নীলা, সংরক্ষিত ১০,১১ ও ১২ ওয়ার্ড কাউন্সিলর মিনোয়ারা বেগম, প্রার্থী মৌসুমী ভূইয়া স্বর্ণা, সংরক্ষিত ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আফসানা আফরোজা বিভা, সংরক্ষিত ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শাওন অংকন।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।