শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ১৫ জনকে ক্রসফায়ারের অভিযোগে ট্রাইব্যুনালে বিএনপি

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৮.৪২ এএম
  • ০ বার পড়া হয়েছে

গত ১৬ বছরে সারাদেশে ২ হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যার অভিযোগ এনেছে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জে ১৫ জনকে ক্রসফায়ারের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির মামলা, গুম,খুন তথ্য সংরক্ষণ সমন্বয়কের দায়িত্বে থাকা মো. সালাহউদ্দিন খান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।

এছাড়া ১৫৩ জনকে গুমের অভিযোগের আরেকটি অভিযোগও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করেছে বিএনপি।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

দাখিল করা অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অবৈধ ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার ও কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের অপহরণপূর্বক নির্যাতন করে, গুম করে দিনের পর দিন রেখে ক্রসফায়ারের নামে হত্যা করে।

২০০৭ সালে তৎকালীন সাময়িক প্রধান মঈন ইউ আহমেদ, গোয়েন্দা সংস্থার সহায়তায়, কিছু পুলিশ বাহিনীর সদস্য, আনসার ও বিজিবির সহায়তায় ২০০৮ সালে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় আনে।

পুনরায় ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের প্রধান ও আর সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচন করে।

২০১৮ সালের সংসদ নির্বাচনের প্রচার চলাকালে বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর মিথ্যা গায়েবি বানোয়াট মামলা,গ্রেপ্তার, প্রচারে বাধাদান, অপহরণ, গুরুতর আঘাত, অপহরণপূর্বক গুম, খুন এবং কেন্দ্রের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এমনকি ভোটের আগের দিন রাতেই আওয়ামী লীগের সন্ত্রাসী, আইনশৃঙ্খলা বাহিনী, কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত নির্বাচন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার দ্বারা ভোট কেটে ব্যালট বক্স ভরে রাখে।

একই পদ্ধতিতে গত বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচন করে এবং নির্বাচন চলাকালীন সময় জুলুম, নির্যাতন, হত্যা, গুম, অপহরণ ও মিথ্যা গায়েবি মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীদের জেল হাজতে পাঠায়। বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য এবং দল থেকে লোকজন বিচ্ছিন্ন করার জন্যই ক্রসফায়ারের নামে জঘন্যতম হত্যাকাণ্ড চালায়।

ক্রসফায়ারের নামে এই হত্যাকাণ্ডে মোট ২ হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের ও আইনশৃঙ্খলা বাহিনীর এই জঘন্য কর্মকাণ্ডে ও মিথ্যা বানোয়াট পরিকল্পনা সৃষ্টি করে ক্রসফায়ারের নামে ২২৭৬ জনদের হত্যার ন্যায়বিচার করা লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করার জন্য বিএনপির পক্ষ থেকে জোর দাবি করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort