শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের ২০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১১.৩৮ এএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের মৈষটেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসি। এ সময় আনুমানিক ২০০ বাড়ির প্রায় ২০০ আবাসিক চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানে প্রায় ১০০ ফিট এমএস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসনকে জানিয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা গতকাল বুধবার নারায়ণগঞ্জের মৈষটেক, মিরেরটেক, সোনারগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সংঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও-এর উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এ ছাড়া অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ জন শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে গত ৭ জানুয়ারি অভিযান পরিচালনা করে ১৪৫ শিল্প, ৮৬ বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দিনে ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১ লাখ টাকা। এ ছাড়া, এসব অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort