বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
না.গঞ্জে নন-কমিউনিকেবল ডিজিজ ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট লোক দেখানো মানবতার ফেরিওয়ালা হতে নয়, মন থেকে মানুষের পাশে থাকতে চাই রোজা রেখেই খেলছেন ইয়ামাল, ইফতার ও সেহরিতে বিশেষ ব্যবস্থা ৭ মাস পর অভিনেত্রী তানজিন তিশার সহকারীর লাশ উত্তোলন জেলেনস্কিকে তাচ্ছিল্য করায় জেডি ভ্যান্সের সমালোচনা করলেন তার কাজিন শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

নানা শ্রেণীপেশার নাগরিকদের নিয়ে নিউজ পেপার এসোসিয়েশন’র ইফতার যেন সাংবাদিকদের মিলন মেলা

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১.৫৩ পিএম
  • ১ বার পড়া হয়েছে

আসরের নামাজ শেষ করেই মুখের মধ্যে দোয়ার ধ্বনি নিয়ে একে একে গণমাধ্যম কর্মীদের আগমন হতে শুরু করে পালকি রেস্তোরায়। স্থানীয়সহ জাতীয় পত্রিকার প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিক নেতৃবৃন্দ’র মিলন মেলা ঘটে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র ইফতার মাহফিলে। এছাড়া অতিথিদের আসন পূর্ণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়জিত সম্মনীয় ব্যাক্তিবর্গ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উৎসব মূখর পরিবেশে আলোচনা দিয়ে সম্পন্ন হয়েছে নিউজ পেপার এসোসিয়েশন’র আলোচনা সভা ও ইফতার মাহফিল।

 

সোমবার (১০ মার্চ) বিকেলে পালকি কনভেনশন সেন্টারে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র উদ্যোগে, সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমির সঞ্চালনায় ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

 

‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহŸায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মীম শরৎ গ্রæপ’র চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক স্বপন কুমার পোদ্দান, কোষাধ্যক্ষ কাজী ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক জাফর ইহমেদ প্রধান প্রমুখ।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকের এই দিনে আমি প্রথমেই অতন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের নারায়ণগঞ্জের প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের। আমার নারায়ণগঞ্জে আসার পর থেকে আপনারা আমাকে অনেক সহযোগীতা করেছেন। আপনারা আমাকে সহযোগীতা না করলে আমি এতোদূর এগোতে পারতাম না। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা যদি আমাকে সহযোগীতা করেন,আমরা এই নারায়ণগঞ্জকে সাজানোর যে পরিকল্পণা নিয়েছি, সেই আলোকেই সুন্দরভাবে সাজাতে চাই। নারায়ণগঞ্জে ঘণবসতি অনেক বেশী, এই ঘনবসতি ভবিষ্যতে আরও বাড়বে। এই মানুষের বিকাশ, সুস্থ জীবন যাপন যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্লান করেই এগোতে হবে।

 

তিনি আরও বলেন, যেহেতু নারায়ণগঞ্জ ইন্ড্রাস্টিয়াল এলাকা তাই এখানে একটা সময় প্রচুর বিদেশীরা বিনিয়োগ করবে। আমরা যদি আদোতে সেটা চাই তাহলে সেখাবেই আমাদের এই শহরটা গড়ে তুলতে হবে। আমরা এই প্রজন্ম এই শহরতে সেভাবে গড়ে তুলবো, আমরা সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর একটা নারায়ণগঞ্জ গড়তে চাই। তাই আপনাদের কাছে সহযোগীতা চাই।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনসহ সকলকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। শুধু রমজান মাস না, প্রতিটা মাসেই যাতে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ভালো থাকে সেই প্রচেষ্টা আমরা করবো। সাথে আপনাদেরও সহযোগীতা কামনা করছি। আমাদের অনুরোধ থাকবে সাংবাদিক ব্যবসায়ীরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে গড়ে তুলবো, এতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে গঠনমূলক দাবি ও গঠনমূলক সমালোচা যাতে করি। সবাই সবার সাথে মিলে মিশে চলবো।

 

বিকেএমইএ’র মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে অনেকদিন পর নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র ইফতার আয়োজনের মধ্যে দিয়ে প্রশাসন ও ব্যবসায়ীরা একসাথে হয়েছেন। নারায়ণগঞ্জে উন্নয়নের জন্য এই ধরণের উদ্যোগ আরও ফলপ্রসূ হবে। মাঝে মাঝে আমরা দেখি নারায়ণগঞ্জে এমন কিছু নিউজ পত্রিকা আছে তারা এমন নিউজ প্রকাশ করে, যার কোন মান নাই। আমরা ওইসব নিউজ দেখলে বিব্রতবোধ করি। সাইনবোর্ড ক্রস করে যখন নারায়ণগঞ্জে প্রবেশ করি আমার মনে হয় আমি আমার জায়গায় ঢুকেছি। নারায়ণগঞ্জ শিল্প বাণিজ্যে অন্যতম একটা প্রাণ কেন্দ্র, বাংলাদেশে যত রেভেনিউ ইনকাম হয় তার মধ্যে অন্যতম একটি নারায়ণগঞ্জ জেলা। কিন্তু সেই জেলায় সংবাদ মাধ্যমে আমার মনে হয় আরও বস্তনিষ্ঠ হওয়া দরকার। প্রকৃত যে তথ্য সেটা উঠে আসা দরকার, মনগড়া তথ্য যাতে না হয়। আমি সংবাদ মাধ্যমের মালিকদের অনুরোধ করবো, আপনারা এই বিষয়ে একটু নজর দিবেন। যাতে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ হয়।

 

ইফতার মাহফিলে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান বাদল সভাপতি’র বক্তব্যে বলেন, আমরা বর্তমানে সব দিক থেকে নারায়ণগঞ্জে প্রশাসনকে সহযোগীতা করে আসছি। নারায়ণগঞ্জ একটা যানজটের নগরে পরিনত হয়েছে। এই বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সর্বপ্রথম জানযট মুক্ত নগরী গড়তে উদ্যোগী ভূমিকা পালন করেছে। আমরা গণমাধ্যমকর্মীরা চেষ্টা করছি নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে। প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা যেভাবে কাজ করছে আমরা খুব শীঘ্রই আমাদের লক্ষ্যে পৌঁছাবো। প্রশাসন যখই আমাদের গণমাধ্যমকর্মীদের পাশে চাইবে আমরা তাদের সর্বাত্মক সহযোগীতা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort