করোনা পরিস্থিতির কারণে প্রতিবছরের মতো এবার আর কুমারী পূজার আয়োজন করেনি নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন মন্দির কমিটি। তবে জেলা শহরের ব্যস্ততম পাইকারি বাজার নিতাইগঞ্জের কাচারি গলিতে জমিদার বাড়ির কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) পূবালী গ্রুপ অব ইন্ডাষ্ট্রির উদ্যোগে এবারের পূজায় কুমারীর আসনে বসেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী টুশী চক্রবর্তী।
দুপুর ১টায় পূবালী গ্রুপ অব ইন্ডাষ্ট্রির স্বত্ত্বাধিকারী পরিতোষ কান্তি সাহার বাসভবনে কুমারী পূজা শুরু হয়। পূজা শেষে দুপুর ২টায় অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। টুশী চক্রবর্তী মুক্তারপুরের পরিমল চক্রবর্তী ও লক্ষী রাণী চক্রবর্তী দম্পত্তির মেয়ে।
মেয়ে কুমারী দেবী মাতা হিসেবে পূজিত হওয়াতে আনন্দিত টুশী চক্রবর্তীর মা। তার মা লক্ষী রাণী চক্রবর্তী বলেন, সারাদেশে করোনা মহামারী চলছে। এই মহামারী থেকে রক্ষা করতে আমার মেয়ে কুমারী মা হিসেবে আবির্ভূত হয়েছে। আমি এতে খুবই আনন্দিত।