রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সিটি কর্পোরেশন তো সরকারেরই একটা অংশ। সরকার যদি সিটি কর্পোরেশনকে সহযোগিতা না করে তাহলে সেই সিটি কর্পোরেশন কাজ করতে পারে না। আইভী তো সরকারের কথাই বলে।’
সোমবার (১৩ সেপ্টেম্বর) বাজেট অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ‘নগরভবনের প্রথম কাজ করেছি নারায়ণগঞ্জের জনগণের পয়সা দিয়ে। পরবর্তীতে ৫ তলা থেকে ১০ তলা করার জন্য সরকারের কাছ থেকে ৩৫ কোটি টাকা নিয়েছি। কিন্তু আগের ৪০-৫০ কোটি টাকা এই নারায়ণগঞ্জের ট্যাক্সের পয়সা। এটা করেছি যাতে ওই ভবনে নারায়ণগঞ্জের জনগণের অধিকার থাকে। জনগণ যেন মনে করে, এই নগরভবন আমাদের, আমাদের ট্যাক্সের পয়সায় করা। নগরভবন একার কারও না, এই শহরের মানুষের নগরভবন।’
সিটি মেয়র বলেন, ‘আমরা অনেক বড় বড় প্রজেক্ট করেছি। ঠিকাদাররা এসবের নকশা ও অর্থের পরিমাণ উল্লেখ করে যেন বিলবোর্ড স্থাপন করেন সে নির্দেশনা দেবো। এখন বড় বড় অনেকগুলি কাজ হবে। অনেকগুলো কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছি। আমি তাড়াতাড়ি কাজ শুরু করব এবং কাউন্সিলরদের অনুরোধ করবো যার যার ওয়ার্ডে কাজগুলি বাকি আছে সেগুলি শুরু করার জন্য। কারণ তফসিল ঘোষণা করার পর কিন্তু কেউ কাজ শুরু করতে পারবেন না। বড় দু-একটা কাজ আমি ওপেন করে দেবো। সাতটা মসজিদের মধ্যে পাঁচটার কাজ চলমান। আরো দুইটা টেন্ডার দিতে যাচ্ছি এবং মন্দিরের কাজ আমাদের প্রায় শেষ হয়েছে। লোকনাথ ব্রহ্মচারীর একটা মন্দিরের কাজ আমরা করছি। অন্নপূর্ণা ভবন নামে একটি ভবন করেছি। শ্মশানের কাজ করেছি। শুধু নারায়ণগঞ্জ নয়, আমাদের নদীর ওই পাড়ে আমাদের ২৩ নম্বর ওয়ার্ডে যে শ্মশান আছে, ২৬ নম্বর ওয়ার্ডে সেই কাজগুলো হচ্ছে এবং আমার খ্রিস্টান স¤প্রদায়ের জন্য আমরা কাজ করেছি। তাদের কবরস্থানের কাজ করেছি। খ্রিস্টান স¤প্রদায়ের ওখানে পানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা কাজ করি প্রত্যেকটা অনুষ্ঠানে যার যার ধর্ম অনুযায়ী যখন দুর্গাপূজা হয়, ঈদ হয় এবং বড়দিন হয় সেখানে আমরা সমানভাবে কাজ করি। সবগুলি ধর্মের প্রতি সম্মান রেখে আমরা কাজ করি করি।’
আইভী বলেন, ‘নাসিক ২৭ ওয়ার্ডের আমার ৩৬ জন কাউন্সিলর বিভিন্ন দলের। আমি কখনো ভেদাভেদ করেনি। প্রত্যেক ওয়ার্ডকে সমান প্রধান্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, কাউন্সিলর কবির হোসাইন, হান্নান সরকার, আব্দুল করিম বাবু, সুলতান আহমেদ ভূঁইয়া, শারমিন হাবিব বিন্নি, আয়েশা আক্তার দিনা প্রমুখ।