নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ই মার্চ) বিকেল ৩ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ কে এম আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিম মোঃ নাজমুল হোসেন, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনির হোসেন রবি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির সহ-সভাপতি একে এম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে গেছে বাজারে যাওয়া যায় না। বাজারে চালে মধ্যে আগুন, তেলে মধ্যে আগুন। আগুনে আগুনে পুরে বাংলাদেশ ছারখার হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে দেশ থেকে।
সরকারে কোনো প্রদক্ষেপ নাই। একজন মন্ত্রীর ভাই দুই হাজার কোটি টাকা পাচার করে সরকারে কত জন মন্ত্রী আছে এই দেশের টাকা পাচার করেছে বাংলাদেশের মানুষ জানতে চায়।
কেনো চালের দাম ঊর্ধ্বগতি, কেনো তেলের দাম ঊর্ধ্বগতির, কেনো দুধের দাম ঊর্ধ্বগতির? বাংলদেশের মানুষের জানান অধিকার আছে। আপনারা নিশি রাতে ভোট করেছেন। দিনের ভোট রাতে করেছেন। বাংলাদেশের মানুষ বন্দুকের নল বুকে ঠেকিয়ে রক্ত দিয়েছে কিন্তু ভোট রক্ষা করতে পারে নাই।
প্রধানবক্তা হিসেবে আবুল কাউছার আশা বলেন, আজকের এই সমাবেশ কোন দলীয় কর্মসূচি বলা উচিৎ না। কারন দ্রব্যর্মল্যের উর্ধ্বগতির কারনে গোটা জাতি এখন দিশেহারা। আপনি যখন বাজারে যাবেন দোকানদার দেখবে না আপনি আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ নাকি সাংবাদিক। তাই এই প্রতিবাদ গোটা জাতির স্বার্থ রক্ষার জন্যই করা হচ্ছে।
আমি সরকারের বিরুদ্ধে কোন কথা বলবো না, তবে আপনারা ঘোষনা দিয়ে ছিলেন ১০ টাকা দরে চাউল খাওয়াবেন। জাতি সেটার বাস্তবায়ন দেখতে চায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আহবান করবো শুধু বক্তব্য দিয়ে দ্রব্যমূল্যের দামকমানো যাবে না।
আপনারা কঠোর আন্দোলনের ঘোষনা দেন আমরা আপনাদের সাথে আছি। সেই সাথে প্রশাসন ও সাংবাদিক ভাইদের আহবান করবো আপনারাও আমাদের সাথে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করুন।