নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল ওরফে ভিপি বাদল বলেছেন, দেলোয়ার প্রধান তুমি প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করছো। আমরা যদি তোমাকে একটি দাগ দিয়ে দেই। তুমি ওই দাগ পার হয়ে আসতে পারবে না। তুমি কি জানোনা আমার প্রয়াত নেতা মরহুম খান বাহাদুর ওসমান আলী, প্রয়াত নেতা মরহুম সামসুজ্জোহা এবং তার সুযোগ্য পুত্র আমার নেতা একেএম শামীম ওসমান কাদের রাজনীতি করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বন্দরের ফরাজিকান্দায় বৃহস্পতিার (১৭ মার্চ) বিকালে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভিপি বাদল বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বিএনপি জামায়াতকে একটি ফুলের টোকাও দেওয়া হয়নি। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার পর বিএনপি জামায়াতরা কি এদেশে ব্যবসা বাণিজ্য করছে না। আমি বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানকে আওয়ামীলীগকে সুসংগঠিত করার দায়িত্ব দিয়ে গেলাম। কাজিম ভাই কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামীলীগকে সংগঠিত করবেন।
বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা ও ফরাজিকান্দা গুডলাক ক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল হাই, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, সামিউল আরাফাত, আব্দুল গাফ্ফার সানী, মিন্টু, রাজিব, তাফসির, সাকিব ও আবু তাহেরসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও দোয়া শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ শিশুদের সাথে নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করেন।