পরকিয়া প্রমিকের সঙ্গে বউ চলে গেছে; এমন সন্দেহে থানার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। এ সময় থানার ওসি দ্রুত গিয়ে ধরে ফেলেন। এত অল্পের জন্য রক্ষা পায় যুবকের জীবন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শনিবার (১৮ জুন) বিকেলে এই ঘটনা ঘটে।
ওই যুবকের নাম আনন্দ ভূঁইয়া (২৭)। সে উপজেলার পাঁচরুখী গ্রামের ইব্রহিম ভূঁইয়ার ছেলে।
উপজেলার বগাদী গ্রামের সোহেল মিয়ার মেয়ে হালিমা (২২) কে ২ বছর আগে বিয়ে করেন আনন্দ ভূঁইয়া। তাদের একটি সন্তানও রয়েছে। স্ত্রী হালিমা অপর এক যুবকের সঙ্গে পরকিয়ায় আসক্ত হয় এবং এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শনিবার সকালে আনন্দ বাইরে থেকে বাড়ীতে এসে দেখেন তার স্ত্রী ও সন্তান ঘরে নাই। তার স্ত্রীর মোবাইলে ফোনে করলে পরকিয়া প্রেমিক কলটি রিসিভ করে এবং এই নম্বরে আর কল দিতে নিষেধ করে। তখন দূঃখে অভিমানে আনন্দ ভূঁইয়া বিকেলে আড়াইহাজার থানার সামনে অবস্থান নিয়ে গায়ে অগ্নীসংযোগ করার জন্য কেরোসিন ঢালেন। এ সময় খবর পেয়ে থানার ওসি আজিজুল হক হাওলাদার এসে তাকে ধরে ফেলেন এবং থানায় নিয়ে যান। তাকে গোসল করিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ সব তথ্য জানান ওই যুবক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবক আনন্দ থানা হেফাজতে রয়েছেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ডিউটি অফিসা এসআই অপর্ণ জানান, পারিবারিক কলোহের জের ধরে যুবকটি আত্মহত্যার চেষ্টা করেছি। এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে।