নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল বলেন, নারায়ণগঞ্জের মাটিতে যারা ধর্মীয় উস্কানি, বিভ্রান্তি করতে চায় তাদের এই মাটিতে রাখা হবে না। রাষ্ট্রীয়ভাবে যারা অশান্তির সৃষ্টি করতে চায়, ওরা স্বাধীনতার শত্রু। ওরা একাত্তরের চেতনার বিপক্ষে, ওরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ওদের বাংলার মাটিতে ঠাঁই হতে পারেনা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সম্প্রতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ আমরা ভাই ভাই। হিন্দু-মুসলমানে কোনো ভেদাভেদ নাই। ইসলাম ধর্ম অন্য ধর্মের উপাসনায় বাধা দিতে বলে নাই।
এই নারায়ণগঞ্জে মসজিদ, মন্দির পাশাপাশি আছে। কবরস্থান, শ্মশানসহ চার ধর্মের মানুষের শেষ স্থান একসাথে। বাংলাদেশে এটি বিরল। কুমিল্লায় যারা ভাঙচুর করেছে, তারা কি বাঙালি? তারা কি আমাদের আওতার লোক? ওরা উগ্রবাদী। ওদের উৎখাত করতে হবে।
জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, জেলা সৈনিকলীগের সভাপতি জসিম প্রমুখ।