স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জারি কারক হেমায়েত চৌধুরী’র বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করা হয়রানি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য বেশ কিছু দিন যাবত ভূমিদস্যু জাল জালিয়াতি প্রতারক হেমায়েত চৌধুরী ডিসি অফিসের জারি কারক হিসেবে কাজ করার সুবাদে বিভিন্ন নথিপত্র ঘেটে দলিলাদী তথ্য নিয়ে মিথ্যা ও জাল জালিয়াতি দলিল করে সাধারণ মানুষের হয়রানি করছেন। উক্ত হেমায়েত চৌধুরী ও তার বড় ভাই আসাদ চৌধুরী দুজনে মিলে রমজান উদ্দিন সোহেল সাহেবের পৈত্রিক সম্পত্তি দলিল সৃজন করে তাদের নামে জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করেন।এরই প্রেক্ষিতে আদালতের বিচারে উক্ত হেমায়েত চৌধুরী ও আসাদ চৌধুরী’র বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।।গত বুধবার (০৫ মার্চ) বন্দর থানাদীন এসিল্যান্ড সংলগ্ন হতে হেমায়েত উদ্দিন চৌধুরীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে কোর্টে চালান করা হয়।
এতে প্রশাসনের নিকট জনগণের দাবি উক্ত হেমায়েত চৌধুরী ও তার ভাই আসাদ চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর এই ভূমি দস্যীয় প্রতারকদের হাত থেকে সকলকে সাবধানতা অবলম্বন করা উচিত।